রাণীশংকৈলে ইমাম ও খতিবদের নিয়ে সামাজিক সম্প্রীতি’র মতবিনিময় সভা

Loading

হুমায়ুন কবির,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (৬ মার্চ) দুপুরে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক মতবিনিমিয় অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পরিষদ কনফারেন্স রুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাণীশংকৈল কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লা-হিল-বাকী, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান, ইফা’র মডেল কেয়ারটেকার আমিরুল ইসলাম, নেকমরদ বড় জামে মসজিদের

খতিব কাজী মাকসুদুর রহমান প্রমুখ।

এছাড়াও মনবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও স্টিভ কবির বলেন,দেশে ধর্মীয় সম্প্রতি সুসংহত করতে ও বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় মসজিদের খতিব, ইমাম ও ওলামায়ে কেরামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এজন্য ধর্মীয় উন্মাদনা তৈরি করে কেউ যেন কোনোভাবে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। এবিষয় রোধে আপনাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ববোধ থেকে ইমাম ও খতিব হিসাবে সজাগ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।