প্রচ্ছদ অর্থনীতি রাণীশংকৈলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

রাণীশংকৈলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৬ নভেম্বর সোমবার সকালে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না । বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ ,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ ।

অতিথিরা তাদের বক্তব্যে কৃষি উন্নয়নে সরকারের এ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেন । পরে ৫২০০ জন কৃষকদের মাঝে ৩০ কেজি করে সার ও ২ কেজি করে ভুট্টা বীজ প্রণোদনা প্যাকেট ও ৬৫৫ জন কে পুনর্বাসন সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম ।