রাণীশংকৈলে ছেলেধরা গুজবের বিরুদ্ধে পুলিশের সচেতনতা সভা ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছেলেধরা গুজবের বিরুদ্ধে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে ২৪ জুলাই বুধবার বিকেলে রাণীশংকৈল প্রেসক্লাবের (পুরাতন) সদস্যদের সাথে পুলিশ প্রশাসনের এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এ.এস.পি(সার্কেল) মুস্তাফিজুর রহমান। সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এলাকায় ছেলেধরা গুজবের বিরুদ্ধে ইতোমধ্যে মীরডাঙ্গী বাজার ও স্কুল, কেন্দ্রিয় মাধ্যমিক স্কুল এসব স্থানে তাদের অনুষ্ঠিত সচেতনতা সভার কথা জানান।
তাদের এ তৎপরতা অব্যাহত থাকবে বলেও তারা বলেন এবং এ ব্যাপারে তারা সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।