রাণীশংকৈলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল,ঠাকুরগাঁও,প্রতিনিধি ঃ  “সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগিয়ে চলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২ জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। এ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে একটি বণ্র্াঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহিল বাকী, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন ও এতিমখানার সভাপতি-সম্পাদকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, পুজা উদযাপন পরিষদ সম্পাদক সাধন বসাক, কাউন্সিলর মুক্তি রানী ও নাজমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম।