রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা

Loading

হুমায়ুন কবির,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৩১ জানুয়ারি শুক্রবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহ্বায়ক ও রাণীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। এছাড়ও উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক প্রসেনজিৎ দাস মলয়, রফিকুল ইসলাম সুজন, শিবলু সাদিক, সদস্য মাহবুব আলম, রোকনুজ্জামান রোকন, হাবিবুর রহমান ‘ নেকমরদ ইউনিয়নের সহ সভাপতি কাউছার হাবিব রকি , সহ-সভাপতি সোহাগ আলী, বাচোর ইউনিয়নের সভাপতি লিটন আলী, সাধারণ সম্পাদক শ্রী বিশাল , ধর্মপুর ইউনিয়ন শাখার সভাপতি আবু আউয়াল অপু, সাধারণ সম্পাদক নুরনবী, পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি শায়েম আহমেদ ও সাধারণ সম্পাদক লিংকন, বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক আব্দুল কাফি প্রমুখ ।

সভায় মুজিববর্ষের অনুষ্ঠানকে বর্ণাঢ্য এবং বর্ণিল করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হবে বলে, সিদ্ধান্ত গ্রহণ হয়।