রাণীশংকৈলে মালটা বাগানের উদ্বোধন করেন ডিসি ।

রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম রাণীশংকৈলে মালটা বাগান কার্যক্রম ফলক উম্মোচন শেষে পোষ্ট অফিস সংলগ্ন ৫০ শতাংশ সরকারি খাস জমিতে মালটা গাছের চারা রোপন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও মৌসুমী আফরিদা, কৃষি অফিসার সঞ্জয় দেব নাথ, রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, উপ-সহকারি কৃষি কর্মকর্তাগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । জেলা প্রশাসক বলেন, ‘ ঠাকুরগাঁওয়ের মাটি মালটা চাষের জন্য বিশেষ উপযোগী ।

আমরা জেলার পাঁচটি উপজেলাতেই মালটা বাগান কার্যক্রম হাতে নিয়েছি, এই জন্যই আমরা মালটা চাষের বিস্তার এবং বিকাশের জন্য কার্যক্রম হাতে নিয়েছি। পরে ১২ জন দুঃস্থ গরিবদের মাঝে জেলা প্রশাসকের নিজস্ব ত্রাণ-তহবিল থেকে ত্রাণ বিতরণ করেন।