রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ।
হুমায়ুন কবির,রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ২৯ জুলাই সোমবার বিকালে রাণীশংকৈল মডেল স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মডেল স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এবং স্কুল চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা কে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে সন্মান জানানো হয় ।
পরে রাণীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কাননের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় – প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেকব লীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি আলহাজ এ্যাভোকেট মোল্লা আবু কাওছার। গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আজিম, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মানিক ঘোষ, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী আবরার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোস্তাক আলম টুলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো ও বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম।
এছাড়াও অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের জেলা উপজেলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।