রাণীশংকৈলে ৪ জুয়াড়ি আটকরাণীশংকৈলে ৪ জুয়াড়ি আটক

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রামরাই দিঘি সংলগ্ন বিলের নির্জন এলাকায় জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস টিম। ২৬ জানুয়ারি রবিবার রাতে উপজেলার রাউতনগর রামরাই দিঘির পার্শ্বে, বিলের খোলা জায়গায় জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় সেখান থেকে জুয়ার সামগ্রী ও নগদ পাঁচ হাজার চার’শ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কদমপুর গ্রামের আব্দুল সালামের ছেলে মনিরুল ইসলাম (৩৮), একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে বাপ্পী বাপ্পি (২৮), জিন্না শেখের ছেলে তরিকুুল (২৪) এবং জয় ডাংগী গ্রামের সমীর উদ্দিনের ছেলে হামিদুর রহমান (২৮)।

রাণীশংকৈল ওসি (তদন্ত) খাইরুল আনাম ডন বিষয়টি নিশ্চিত করে বলেন,আমাদের পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করেছে।

এ ঘটনায় আটককৃত ৪ জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনের ৪ ধারায় রাণীশংকৈল থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং- ১৮। আটককৃতদের জেলা জেলহাজতে প্রেরণ করা হবে।