রাণীশংকৈলে ৮ টি গুচ্ছগ্রামে হতদরিদ্রের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশে বর্তমান করোনা দুর্যোগ মোকাবেলায় অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪ এপ্রিল শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৮ টি গুচ্ছগ্রামে জেলা প্রশাসক ঠাকুরগাঁও ড. কে এম কামরুজামান সেলিম ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত তহবিল থেকে উপজেলার রন্ধনদিঘী, রাউতনগর, খরদিঘী, মানিকাদিঘী, শিতাদিঘী, মলানীদিঘী, ভূজাহা, বালিয়াদিঘী নামক ৮ টি গুচ্ছ গ্রামে কর্মহীন হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি সেখানকার অধিবাসীদের ঘরে থাকার বিষয়ে সচেতন করেন এবং গুচ্ছ গ্রামগুলোতে বসবাসরত ৬৪০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসকের সংগে এডিসি( রেভুন্য), উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, ইউএনও মৌসুমী আফরিদা,, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ঠাকুরগাঁও জেলা প্রশাসক চলমান করোনা মহামারি পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দশনা অনুযায়ী সমগ্র জেলায় দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
হুমায়ুন কবির