রাণীশংকৈল কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ে ৮০ হাজার টাকা জরিমানা ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও ) ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অন্যতম বড় কাতিহার হাট। কোরবানির গরু ছাগলের হাট হিসাবে খ্যাত।

৩ আগস্ট শনিবার দুপুরে অতিরিক্ত টোল আদায়ের দায়ে হাট ইজারাদার তোজামুল হক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ও ৪০ ধারা লংঘনের অপরাধে ৮০ হাজার ( আশি হাজার) টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে গরু ক্রেতা মুনসুর, ইসমাইল ও বিক্রেতা আবু তালেব অভিযোগ করে বলেন, আমাদের কাছে সরকারি রেটের চেয়ে অতিরিক্ত টোল আদায় করেছে হাট কর্তৃপক্ষ। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাণীশংকৈল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা।

এ সময় বাচোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতেন চন্দ্র রায়, সার্টিফিকেট পেসকার রঞ্জু আলম, রাণীশংকৈল থানা পুলিশসহ সাংবাদিকরা তাঁর সাথে ছিলেন।