প্রচ্ছদ ছবি রাণীশংকৈল দোকান- প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সভাপতি- প্রদীপ সম্পাদক- আনন্দ বসাক
নির্বাচনে সভাপতি পদে কার্তিক বসাক, প্রমদীপ সাহা, সুমন বসাক এবং সাধারণ সম্পাদক পদে আনন্দ বসাক, কামাল পারভেজ ও সাহেবী বসাক প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২১৪ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচনে ১১০ ভোট পেয়ে প্রদীপ সাহা সভাপতি এবং ১১৪ ভোট পেয়ে আনন্দ বসাক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্ব›দ্বী সুমন বসাক সভাপতি ৫৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে কামাল পারভেজ ৮৫ পান ভোট।