রাণীশংকৈল দোকান- প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন নির্বাচনে সভাপতি- প্রদীপ সম্পাদক- আনন্দ বসাক

হুমায়ুন কবির, রাণীশংকৈল,( ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহর দোকান- প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন-২০১৯, ১৫ নভেম্বর শুক্রবার রাণীশংকৈল আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে কার্তিক বসাক, প্রমদীপ সাহা, সুমন বসাক এবং সাধারণ সম্পাদক পদে আনন্দ বসাক, কামাল পারভেজ ও সাহেবী বসাক প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২১৪ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচনে ১১০ ভোট পেয়ে প্রদীপ সাহা সভাপতি এবং ১১৪ ভোট পেয়ে আনন্দ বসাক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্ব›দ্বী সুমন বসাক সভাপতি ৫৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে কামাল পারভেজ ৮৫ পান ভোট।

নির্বাচন পরিচালনা করেন সংশ্লিষ্ট কমিটির আহবায়ক প্রভাষক প্রশান্ত বসাক, সদস্য সাগর সাহা, অমিত বসাক, মানিক বসাক ও সামু বসাক। নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম।