রাণীশংকৈল প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পোড়ানোসহ ৯ জনকে জরিমানা  

Loading

হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রবিবার (১ আগষ্ট ) দুপুরে উপজেলার সর্ববৃহৎ সাপ্তাহিক হাট নেকমরদে ৫ ব্যবসায়ীকে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ৩৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে।

পরে জব্দকৃত ১৫০ পিস কারেন্ট জাল প্রায় ৪০ হাজার মিটার  তাৎক্ষণিক পুড়িয়ে ফেলা হয়।

একইসাথে হাটে ২ জন কাপড় ব্যাবসায়ীকে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১ হাজার টাকা এবং  একজন টিনের দোকান ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে লকডাউনে হাট বসানোর দায়ে ইজারাদার হালিমকে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ১৫৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা।

এ সময় ভূমি অফিসের অফিস সহকারি   সোয়েব আলী বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত ইউএনও বলেন, কারেন্ট জাল বিক্রি, লকডাউনে দোকান খোলা রাখা এবং লকডাউনে হাট বসানোর দায়ে বিভিন্ন ধারায় জব্দকৃত জাল পোড়ানোসহ এ জরিমানা করা হয়েছে।