রাণীশংকৈল হোসেনগাঁও ইউনিয়ন আ’লীগ কাউন্সিলে সভাপতি ও সম্পাদক নির্বাচিত ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হোসেনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক কাউন্সিল ১০ ডিসেম্বর রবিবার দুপুরে রাউত নগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। হোসেনগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি জি এম রাব্বানীর সভাপতিত্বে – প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা।

এছাড়াও এতে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার, উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে বিকেলে রাউত নগর স্কুল রুমে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনে জিএম রাব্বানী ১৫৪ ভোট পেয়ে সভাপতি এবং বিশ্বনাথ রায় ১৫২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন। সভাপতি পদে নিকটতম প্রার্থী আব্দুল খালেক মিয়া ৮২ এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী নোওশাদ ৪৮ ভোট পান।