![]()
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে সাংবাদিক ইকবাল হোসেনের মালিকানাধীন
মেসার্স এইচ বি ট্রের্ডাসে চাউলের আড়ত থেকে সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল লুট করেছে দুর্বৃওরা।
স্থানীয়রা জানান,পূর্ব শত্রু তার জের ধরে বৃহস্পতিবার ভোর রাতে একদল দুর্বৃওরা দোকানের সার্টারের তালা ভেংগে ট্রাক লাগিয়ে দোকান থেকে ২৬০ বস্তা চাউল ও ৮ টি গ্যাসের ডবল চুলা লুট করে নিয়ে যায়।


































