শার্শায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯(অনুর্ধ্ব-১৭)প্রতিযোগীতার পর্ব অনুষ্ঠিত ।

Loading

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯,বালক(অনুর্ধ্ব-১৭)। শার্শার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধনী ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার(৫/৯/২০১৯ইং) তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত প্রথম উদ্বোধনী ম্যাচে প্রতিযোগিতায় নামে কাইবা ইউনিয়ন বনাম বেনাপোল পৌরসভা। পর্যায়ক্রমে মোট ১১টি ইউনিয়নের মধ্যে এই খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টটি উদ্বোধন করেন শার্শার সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। উদ্বোধন অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, বিশেষ অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, মৌসুমী জেরিন কান্তা সহকারী কমিশনার(ভূমি) শার্শা, যশোর, এম মশিউর রহমান অফিসার ইনচার্জ শার্শা থানা,সৈয়দ আলমগীর হোসেন অফিসার ইনচার্জ বেনাপোল পোর্ট থানা, মেহেদি হাসান ভাইস চেয়ারম্যান সহ উপজেলার সকল চেয়ারম্যানবৃন্দ।

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খেলাটি উপভোগ করতে ১১টি ইউনিয়নের ফুটবল প্রেমী দর্শক মাঠে উপস্থিত হন। প্রথম উদ্বোধনী ম্যাচে অংশ নেওয়া বেনাপোল পৌরসভা একাদশ ৮-০ গোলে পরাজিত করে কায়বা ইউনিয়ন একাদশকে।