শার্শায় শহিদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় শহিদুল ইসলাম শহিদ (৪৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার বেলা সাড়ে ১০টার সময় উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মাঠের মধ্যে একটি বাগান থেকে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শহিদুল ইসলাম শহিদ যাদবপুর গ্রামের মহারাজ হোসেনের ছেলে এবং পেশায় সে একজন কাঠ মিস্ত্রি।নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক ভাবে দীর্ঘদিনের কলহ থাকায় সে এই আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে।

শার্শা থানা পুলিশের এসআই দিবাকর মালাকার বলেন, সকালে মরদেহ গাছে ঝুলতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার ও স্থানীয়দের সুপারিশে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।