শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শেখ কামাল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে— প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ।
সৈয়দ রুবেল ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে আইসিটি বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী, সভায় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের সর্বত্র তথ্য ও প্রযুক্তির সেবা সাধারণ জনগনের দার গোড়ায় পৌছে দিতে কাজ করছে বর্তমান সরকার।
আর তার জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শেখ কামাল ডিজিটাল ল্যাব স্থাপন করে প্রজন্মকে আধুনীক শিক্ষায় শিক্ষিত করা হবে বলে তিনি জানিয়েছেন।
২৬/০৯/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার আইসিটি বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী ঝালকাঠি জেলার বিভিন্ন আইসিটি প্রকল্পের আওতাধীন বিভাগের খোজ খবর নেন।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও আইসিটিসহ জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।