শিবগঞ্জে দরপত্র দাখিলে বাধা,পুলিশের লাঠিচার্জ

Loading

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২২টি হাট-বাজার ১৭টি ফেরিঘাট ইজারা দেওয়ার দরপত্র ফেলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাএলীগ নেতাকর্মীর বিরুদ্ধে।

এ সময় সিডিউল জমা দিতে যাওয়া বেশ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্চিত ও সিডিউল বাক্স ছিনতাইয়ের চেষ্টারও অভিযোগ রয়েছে। এই ঘটনায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এর কার্যালয়ে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে আওয়ামী লীগ ও ছাএলীগ কর্মীদের সরিয়ে দিলে আগ্রহী সব ব্যবসায়ী সিডিউল জমা দিতে সক্ষম হন।

পুলিশ ও স্থানীয় সুএে জানা গেছে,শিবগঞ্জ উপজেলায় ২২টি হাট বাজার ১৭ টি ইজারা দেওয়ার জন্য সম্প্রতি দরপত্র আহবান করে উপজেলা প্রশাসন। বুধবার ছিল দরপত্রের সিডিউল জমা দেওয়ার শেষ দিন।কিন্তু এই হাট বাজার ও ফেরিঘাটগুলো নিজেদের দখলে রাখতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাএলীগের শতাধিক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে বুধবার সকাল থেকেই শিবগঞ্জ ইউএনও অফিসের চারপাশে অবস্থান নেয়।