শিবগঞ্জে দলিল লেখককে পিটিয়ে জখম, আটক ২

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক দলিল লেখককে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা । শুক্রবার ২৯ নভেম্বর রাত সাড়ে ৭ টায় কানসাট পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে । আহত ব্যক্তি উপজেলার কানসাট পল্লীবিদ্যুৎ কাজিপাড়ার মৃত আনিসুর রহমানের ছেলে দলিল লেখক মো: আমিনুল ইসলাম (৬০) । স্থানীয়রা জানান, রাত অনুমান সাড়ে ৭ টার দিকে কে বা কারা এলাকার দলিল লেখক আমিনুল ইসলাম নামের বয়স্ক লোকটিকে কানসাট পল্লীবিদ্যুৎ থেকে তার নিজ বাড়ি যাওয়ার পথে পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায় । আমরা আহত ব্যক্তির চিৎকার শুনে দৌড়ে এসে তাকে উদ্ধার করি ।

এদিকে আহত ব্যক্তির ছেলে মুরসালিন হক সাদ্দাম জানান, জমি রেজিস্ট্রির বিষয় নিয়ে কিছুদিন থেকেই পুকুরিয়া এলাকার আমার মামা মীর খোকন আলী ও মীর হেলাল আলী আমার আব্বার কাছে আসতেন । রেজিস্ট্রির ফি ও সার্বিক খরচ সংক্রান্ত বিষয়ে উনাদের সাথে আমার আব্বার দ্বিমত নিয়ে গত সপ্তাহের শুক্রবার বিকেলে তারা আমার আব্বাকে পল্লীবিদ্যুৎ মোড়ে মারপিট করে । আজকের ঘটনাও তারাই ঘটিয়েছে বলে আমি মনে করি । বর্তমানে আমার আব্বার অবস্থা আশংকা জনক হওয়ায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী নিয়ে যেতে বললে আমরা আমার আব্বাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করি । সেখানকার চিকিৎসকগণ আইসিইউতে রাখার পরামর্শ দিলে রাজশাহী মেডিকেল আইসিইউতে জায়গা না থাকায় পপুলার ডায়াগনস্টিক হাসপাতালের আইসিইউতে আমার আব্বা আশংকা জনক অবস্থায় রয়েছেন ।

শিবগঞ্জ থানায় আহতের স্ত্রী মোসা: হেনা বেগম প্রদত্ত এজাহার সূত্রে জানা যায়, তাঁর স্বামী মোহা : আমিনুল ইসলাম কানসাট পল্লীবিদ্যুৎ অফিসের সামনের রাস্তায় পৌঁছালে রাত অনুমান সাড়ে ৭ টার দিকে কানসাট পল্লীবিদ্যুতের আশে পাশে দেশীয় বিভিন্ন অস্ত্র সহ ওঁৎ পেতে থাকা পুকুরিয়া এলাকার মৃত মীর এজাজ আলীর ছেলে মীর আঞ্জুর আলী, মীর আঞ্জুর আলীর ছেলে মীর খোকন আলী, মীর হেলাল আলী, মীর বাশির আলী ও মীর সেলাল আলী তার উপর হামলা করে এলোপাতাড়ি মারপিট করে এবং মাথায় ও মুখে আঘাত করে চরম ভাবে রক্তাক্ত করে ।

এজাহার তদন্তের দায়িত্বে থাকা শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, এজাহার সূত্রে আমরা গতরাতে মীর হেলাল ও মীর সেলাল নামীয় ২ জন আসামিকে গ্রেফতার করেছি । বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।