শিবগঞ্জে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১

Loading

শামশুজ্জোহা বিদ্যুৎ, জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে দুটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার হামিদনগর এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার ফকিরপাড়া এলাকার মো. ফিটু মিয়ার ছেলে ফয়সাল।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর-হামিদনগর গ্রামের জনৈক সাদিমুল হাজীর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ফয়সালকে আটক করে র‌্যাব।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।