মনির হোসেন,গাজীপুর,প্রতিনিধি : গত পাঁচ দিন যাবত হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় সাধারণ মানুষের দুর্ভোগের যেন কোন সীমা নেই ,শীতের হাত থেকে বাঁচতে খরকুটো আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অসহায় ও দরিদ্র মানুষ শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার প্রচন্ড ঠান্ডা নাকাল হয়ে পড়েছে জনজীবন, দেখা দিচ্ছে শীতজনিত বিভিন্ন রোগ বালাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামের হতদরিদ্র কৃষকরা ।
কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা আলু ও সহ নষ্ট হচ্ছে শীতকালীন সব সবজি হঠাৎ করে শীত পড়ায় ভিড় জমছে গরম কাপড়ের দোকানগুলোতে সবচাইতে বেশি বীর দেখা যাচ্ছে ফুটপাতের কাপড়ের দোকানগুলোতে অসহায় গরীব মানুষগুলো সাধ্যমত ক্রয় করছে শীত নিবারণের কাপড় ।
ঘন কুয়াশার কারণে যেমন ক্ষতি হচ্ছে ফসলের তেমনি বাড়ছে সড়ক দুর্ঘটনা রাতের বেলায় গাড়ির লাইটের আলোয় ৫ থেকে ১০ ফুটের বেশি যাচ্ছেনা দেখা এবং কি দিনের বেলায় গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন