শ্রীপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ।

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা,প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস চত্ত¡রে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি/২০১৯-২০ মৌসূমে সরিষা,পিয়াজ,ভুট্টা ও শীতকালীন মুগ চাষের জন্য বিনামূল্যে বীজ ও সার আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয় ।উপজেলা কৃষি অফিসার মোঃ আতিকুল ইসলামের সভাপতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৩’শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করেন ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ শরীফ হাসান সোহাগ,শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ও শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ।