শ্রীমঙ্গলে ২টি মসলা মিলকে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩৫ হাজার টাকা ।
জিতু তালুকদার, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সেন্ট্রাল রোড, সোনার বাংলা রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছ্।
৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে ২:০০ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
অভিযানকালে সেন্ট্রাল রোডে অবস্থিত সামাদ মশলার মিলকে অস্বাস্থ্যকর পরিবেশে মশলা তৈরীর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, এবং সোনার বাংলা রোডে অবস্থিত বিপ্লব মশলার মিলকে অস্বাস্থ্যকর পরিবেশে ও রং মিশিয়ে মশলা তৈরীর অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়, এ দুটি প্রতিষ্টানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মশলা তৈরি করা, মশলার সাথে ক্ষতিকর রং মিশিয়ে মশলা তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।