সংরক্ষিত আসনের সংসদ সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জের ফেরদৌসী ইসলাম জেসি ।

Loading

চাঁপাইনবাবগঞ্জ থেকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ডা.মেসবাহুল হক বাচ্চুর মেয়ে ফেরদৌসী ইসলাম জেসিকে ।

আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে গনভবন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ।

মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা,ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য ডা.আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু এর আদর্শ ধরে রাখতে রাজনীতি করতে আসা তাঁর মেয়ে ফেরদৌসী ইসলাম জেসি।পারিবারিক ও ছাএজীবন থেকে তিনি আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িয়ে রয়েছেন । জেসি (১৯৮৪-১৯৮৫) সালে নবাবগঞ্জ সরকারি কলেজে বিএসসি পড়াশোনা করাকালীন বাংলাদেশ ছাএলীগের সহ- সম্পাদকের দায়িত্ব পালন করেন, এছাড়াও তিনি বিভিন্ন সময়ে ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা ফেরদৌসী ইসলাম জেসিকে মূল্যায়ন করেছেন ।

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারন মানুষের জন্য কাজ করে যাবেন বলেও প্রত্যাশা করেছেন জেসি।