দলের নামে চাঁদাবাজি, সন্ত্রাসী ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করলে তার দায়িত্ব আওয়ামী লীগ নেবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার (২৩ জানুয়ারি) জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এই আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়েছে, কোন মালিকানা প্রতিষ্ঠার জন্য নয়। এখানে কোন মালিকানা থাকবে না।
এখানে বাংলাদেশের মানুষকে সেবা করার জন্য আওয়ামী লীগকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। কোন ধরনের উচ্ছৃঙ্খলতা চাই না। দিনাজপুরে কোনো ধরনের মাস্তানতন্ত্র ও সন্ত্রাসতন্ত্র থাকবে না। এরকম কিছু করলে তার দায়িত্ব সরকার নেবে না।’