প্রচ্ছদ অন্যান্য জাতীয় সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ।

সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ।

Loading

সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ।

জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে সাংবাদিক রাজীব আলী রাতুলের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে মাহাবুবা খাতুন নীলা নামে এক নারীর বিরুদ্ধে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা মাসুদ রানা সরকার।

অভিযোগ পত্রে মাসুদ রানা উল্লেখ করেন, তার বড় ছেলে রাজীব আলী রাতুলের বিরুদ্ধে গত ১০ মার্চ একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ আইনবহির্ভূত। একই বিষয়ে পূর্বেও একটি অভিযোগ দায়ের করা হয়েছিল, যা বোয়ালিয়া থানার এসআইয়ের তদন্তাধীন ছিল। তদন্ত চলমান থাকা অবস্থায় রহস্যজনকভাবে নতুন করে মামলা রুজু করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মামলার বাদী মাহাবুবা খাতুন নীলা একজন মামলাবাজ ও ব্ল্যাকমেইলার। তিনি পূর্বেও একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন, যা স্থানীয় পুলিশ অবগত।

এ ঘটনায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী, রাজশাহী অনলাইন প্রেসক্লাব, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন, ঢাকা প্রেসক্লাব, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনসহ একাধিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, অন্যথায় ওসির প্রত্যাহারসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সাংবাদিক রাজীব আলী রাতুল অভিযোগ করেন, একটি কুচক্রী মহল মোটা অংকের অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এই মামলা করিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “যেখানে ঘটনার তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৫, সেখানে এক মাস পর ১০ মার্চ কিভাবে মামলা রুজু হলো? এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও দুঃখজনক।”

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি সাইদুর রহমান বলেন, “মাহাবুবা খাতুন নীলা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তদন্ত ছাড়া একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা গ্রহণ ওসির দায়িত্বহীনতার পরিচয় বহন করে।”

এলাকার সুশীল সমাজও এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

এছাড়া, জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকেও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু বলেন, “সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করে হয়রানি করা এক ধরনের ষড়যন্ত্র। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত মামলা প্রত্যাহারের দাবি করছি। অন্যথায়, জাতীয় সাংবাদিক সংস্থা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”