সাত(৭) বছরের সাজাপ্রাপ্ত একজন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব।
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
র্যাবের অভিযানে আনুমানিক ২১.৪০ ঘটিকায় ঢাকা মিরপুর থানাধীন রোড নং-০১, এইচ ব্লক, গুদারাঘাট, মিরপুর-১, বিসমিল্লাহ জেনারেল স্টোর নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: খলিলুর রহমান@খলিল প্যাদা(৪৫), পিতা- মো. বিল্লাল প্যাদা, সাং- তাফালবাড়িয়া, থানা ও জেলা- পটুয়াখালী ‘কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, আসামী ৩৯৭ ধারা মোতাবেক ডাকাতি প্রমান হওয়ায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদন্ডসহ ২০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করে।আসামী দীর্ঘ ২২ বছর পর র্যাবের হাতে ধৃত হয়।
জানা যায়, আসামি ২০০৩ সালের ডাকাতি মামলায় অভিযুক্ত হোন এবং ২০০৮ সালে ৭ বছরের সাজায় দন্ডপ্রাপ্ত হোন।
২০০৩ থেকেই তিনি পলাতক ছিলেন। বিভিন্ন পেশার আড়ালে লুকিয়ে থাকতেন। সর্বশেষ দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুরে একটি মুদির দোকানি হিসেবে ছিলেন।
র্যাব-৮,সিপিসি-১, পটুয়াখালী ডাকাত খলিলের অবস্থান ঢাকার মিরপুরে সনাক্ত করলে র্যাব-১ এর সহায়তায় মিরপুর থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ডাকাত খলিলকে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।