প্রচ্ছদ ছবি সাভারবাসী অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনা দিলেন ঢাকা জেলার প্রিয় পুলিশ সুপারকে ভিডিও ।

সাভারবাসী অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনা দিলেন ঢাকা জেলার প্রিয় পুলিশ সুপারকে ভিডিও ।

বিপ্লব সাভার ঃ ঢাকা জেলার প্রিয় পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানকে অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনা দিয়েছেন সাভারবাসী। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভার থানা রোডে অবস্থিত মামুন কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা (উত্তর) কমিউনিটি পুলিশের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব , সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা ,কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন ,  ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ, ওসি তদন্ত মোঃ সাইফুল ইসলাম, ওসি অপারেশন্স মোঃ জাকারিয়া হোসেন, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জিএম মিজানুর রহমান মিজান, সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শহিদুল্লাহ মুন্সি, সাধারণ সম্পাদক শেফালী মিতু, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সাইদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তা ও সাভার আশুলিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ঢাকা জেলার ইতিহাসে এমন ভালো মনের পুলিশ কর্মকর্তা ঢাকা জেলাবাসী আর কোনদিন পায়নি। তিনি সরকারের টাকা বাঁচিয়ে ঢাকা জেলা পুলিশকে এক আধুনিক পুলিশে রুপান্তরিত করেছেন।

অনুষ্ঠানের শেষের দিকে বক্তব্য দিতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন শাহ মিজান শাফিউর রহমান। এ সময় পুলিশের একাধিক কর্মকর্তাও আবেগআপ্লুত হয়ে পড়েন।