প্রচ্ছদ অপরাধ সাভারের আশুলিয়ায় ৫৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক দুই

সাভারের আশুলিয়ায় ৫৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক দুই

Loading

বিপ্লব,সাভারঃ সাভারের আশুলিয়ায় ৫৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।

রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব ৪। র‌্যাব ৪ জানায়,মাদক ব্যবসায়ী দুলাল মিয়া ও আশরাফুল ইসলাম ফেন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাজ থেকে ৫৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এবিষয়ে র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।