সাভারের কর্ণপাড়া খালে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোজ । ভিডিও সহ ।

বিপ্লব সাভার ঃ সাভারের কর্ণপাড়া খালে গোসল করতে তিন শিক্ষার্থী নিখোজ হয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে সাভারের বাড়ইগ্রামের কর্ণপাড়া খালে গোসল করতে নামলে এঘটনা ঘটে ।

নিখোঁজ তিন শিক্ষার্থী হচ্ছেন রাজধানীর ধানমন্ডীর আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭),রাজন (১৭) ও আকাশ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে ধানমন্ডী আইডিয়াল কলেজের ১২ জন ছাত্র কর্ণপাড়া খালের পানিতে গোসল করতে নামে। এসময় বেশ কয়েকজন ছাত্র সাতরে তীরে উঠলেও তিনজন শিক্ষার্থী স্রোতে ভেসে যায়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও পুবরীদল নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।