প্রচ্ছদঅপরাধসাভারের কাউন্দিয়া ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আবু তালেব অস্ত্র ও গুলিসহ আটক...
সাভারের কাউন্দিয়া ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আবু তালেব অস্ত্র ও গুলিসহ আটক ভিডিও
বিপ্লব সাভার : সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আবু তালেব (৪৫) কে অবৈধ অস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাব-৪ । শুক্রবার রাতে কাউন্দিয়া ইউনিয়নের সাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব ৪ এর এএসপি সাগর দীপা বিশ্বাস। আটক ইউপি সদস্য কাউন্দিয়া ইউনিয়নের সাদারবাড়ি এলাকার মৃত গেদু মিয়ার ছেলে।র্যাব-৪ এর এএসপি সাগর দীপা বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র , গুলি ও গুলির খোসা কাভারসহ তাকে আটক করা হয় ।
তার বিরুদ্ধে রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি । র্যাব আরো জানায়, ওই ইউপি সদস্য দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র দেখিয়ে এলাকার মানুষদেরকে ভয়ভীতি দেখাচ্ছিলেন। তাকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
এর কিছু আগে সময়ের খবর ২৪ এর কাছে এক সাক্ষাৎ কালে আবু তালেব বলেন , তাহার নামে ২ টি অস্ত্রের লাইসেন্স আছে এবং তিনি দুইটি অস্ত্র নিজেই ব্যবহার করেন । ভিডিও লিংক…