সাভারের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত (ভিডিও)
স্টাফ রিপোর্টার: “সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানকে সামনে রেখে তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক উচ্চ মাধ্যমিক, কলেজ ও কমিউনিটি ক্লিনিকে বৃক্ষরোপন ও ফুলের বাগান করণ অনুষ্ঠানটি তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় ।
১৭ই সেপ্টেম্বর সকালে সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর প্রাইমারি বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপন ও ফুলের বাগান করণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তেতুলঝরা ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর , ইউপি সদস্য ফিরোজ কাজল ,নিজামুদ্দিন,
ইউনিয়নের সচিব আবুল কালাম আজাদ,হেমায়েতপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা সাহিদা ইমরানী।
এছাড়া উপস্থিত ছিলেন, ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক , শিক্ষিকা ও অসংখ্য ছাত্র ছাত্রী। অনুষ্ঠান শেষে শিক্ষক,শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মাঝে প্রায় এক হাজার বিভিন্ন ধরনের ফুল ও ফল গাছের চারা বিতরণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সময়োপযোগী এমন অভিনব উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়।