সাভারের বিরুলিয়া ইউনিয়ন খেয়াঘাট এলাকায় পাথর কারখানায় পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা (ভিডিও)

Loading

বিপ্লব,সাভারঃ সাভারের বিরুলিয়া ইউনিয়ন খেয়াঘাট এলাকায় পাথর মিকচারের কারখানায় পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা ।

সাভরের বিরুলিয়া ইউনিয়নের সবুজ গ্রাম নামক এলাকায় একটি পাথর মিকচার মেশিন এর কেমিক্যাল এর গন্ধে ও মেশিনের শব্দ এলাকাবাসী অতিষ্ঠ ছিল প্রায় । এই সংবাদটি সময়ের খবর ২৪ সম্প্রচারের পরে মাঠে নামে পরিবেশ অধিদপ্তর ।

সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জনাব মসিবুর হোসেন রাজিব উক্ত স্থান পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে, অবৈধ এই মিকচারের কারখানাটি বন্ধ করে দেন ।

পরিবেশ অধিদপ্তর কারখানাটিতে কোনো সরকারি অনুমোদন পাইনি।