সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার পিন্স ফুড পোডাক্টস কে ১২ লক্ষ টাকা জরিমানা

Loading

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সাভারে একটি খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার পিন্স ফুড পোডাক্টস এর ম্যানেজার সারোয়ার উদ্দিনকে ১২ লক্ষ টাকা জরিমানা করেন র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালত এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দিন।
র‌্যাব ৪ জানায় দীর্ঘ দিন ধরে পিন্স ফুড পোডাক্টস কতৃপক্ষ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই,কেকসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য তৈরি করে বিক্রি করে আসছিলো আজ দুপুরে র‌্যাব ৪ স্থানীয়দের অভিযোগের ভিতিত্বে ওই কারখানায় অভিযান পরিচালনা করেন এসময় নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে ১২ লক্ষ টাকা জরিমানা করেন র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দিন সেই সাথে কারখানা কতৃপক্ষকে সর্তক করা হয়েছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার না তৈরি করতে।
র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দিন জানান পুরো রমজান মাস জুড়ে ভেজাল খাদ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত থাকবে।

অভিযানে এসময় র‌্যাব ৪ এর এ এসপি আলী মোহাম্মদ আব্দুল্লাহ সহ র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।