সাভারে দেওয়ান ইদ্রিস ল’ কলেজে এ্যালামনাই গঠিত হয়েছে

Loading

স্টাফ রিপোর্টার : সাভারে দেওয়ান ইদ্রিস ল’ কলেজে এলামনাই এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।

গত ২৫ শে নভেম্বর শনিবার বিকেলে সাভারে দেওয়ান ইদ্রিস ল’ কলেজের শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করে এই এলামনাই এ্যাসোসিয়েশন গঠন করা হয়।

এসময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের শিক্ষক এডভোকেট মো: রিয়াজুল ইসলাম পরশ , সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক অ্যাডভোকেট মোঃ ওবায়দুর রহমান ও কলেজের শিক্ষক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান ।

এ সময় সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী থাকায়,’সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ ফিরোজ আহমেদ কে বিজয়ী ঘোষনা করা হয় ।

সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থীরা ছিলেন, মোহাম্মদ বাবুল মোড়ল ও গোলাম ওয়াজিদ শিহাব ।

সাধারণ সম্পাদকের দুজন প্রার্থী থাকায় ভোটের মধ্য দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় ২৩টি ভোটের মধ্যে বাবুল আহমেদ ১ ভোট ও শিহাব ২২ ভোট পেয়ে বিজয়ী হন। এতে করে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক ছাত্র ছাত্রীরা আনন্দ প্রকাশ করেছেন ।

২০০৩ সাল থেকে দেওয়ান ইদ্রিস ল’ কলেজের কার্যক্রম শুরু হয় এবং ২০০৫ সাল থেকে ছাত্রছাত্রীরা এল.এল.বি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

গত ২০ বছরে প্রায় ১ হাজার ছাত্রছাত্রী এই দেওয়ান ইদ্রিস ল’ কলেজ থেকে এল.এল.বি পাশ করেছেন বলে জানা যায়।