সাভারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ফোয়ারা নির্মাণ প্রকল্প শুভ উদ্বোধন ।ভিডিও শহ।।

বিপ্লব সাভার : সাভারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ফোয়ারা নির্মাণ প্রকল্প শুভ উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি।

আরো উপস্থিত ছিলেন সাভার পৌরমেয়র আলহাজ্ব আব্দুল গনি, মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বুধবার সকালে থানা রোডে আবুল কাশেম সন্দ্বীপ সড়কে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সাভারে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস তুলে ধরতে এই ভাস্কর্য ও ফোয়ারা, নির্মাণ করা হবে।
ভাস্কর্য ও ফোয়ারাটি নির্মাণ করছেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী মৃণাল হক।প্রকল্পটির কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে বলেও জানানো হয়।
উদ্বোধন শেষে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়।