সাভারে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কৃষক (ভিডিও)।

Loading

বিপ্লব,সাভার ঃ রবিবার সাভার উপজেলা পরিষদের সামনে ভাকুতার উপ-সহকারী কৃষি অফিসার শাহ্ আলম ও মোঃ নাছির উদ্দিন দুই কৃষি কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েকশত কৃষক ।কৃষকদের দাবী ভাকুতা এলাকায় শাহ্ আলম ও মোঃ নাছির উদ্দিন স্যার দীর্ঘদিন যাবৎ চাকরি করে আসছেন ,আমারা কৃষি কাজে অন্ধ ছিলাম , কিন্তু জনাব শাহ্ আলম স্যার ও নাসির স্যার আমাদের কৃষি কাজে সকল সহযোগিতা করে সব সময় রাস্তা দেখিয়েছেন , আমরা এই দুই স্যার কে হারাতে চাই না , আমার স্যারদের কে এখান থেকে যেতে দিবোনা , যে কোন মুল্যে আপানারা এই দুই স্যারের বদলির আদেশ প্রত্যাহার করুন । এসময় সকলের হাতে পোস্টার লিফ্রেট ছিলো ।এসময় অনকে কৃষকই শ্লোগান দিতে দিতে কান্নায় ভেঙে পরেন ও সাংবাদিকদের বলেন , মাঝে মধ্য আমাদের কৃষি কাজের জন্য টাকা না থাকলেও এই স্যার আমাদের টাকা দিয়ে বলতো ,জমিতে ফসল ফলিয়ে লাভ থেকে আমাকে টাকা ফেরত দিবেন ।এই দুই স্যার আমাদের কৃষক বন্দু । প্রায় তিন ঘন্টা সাভার উপজেলা কৃষি কর্মকর্তার কাযালয়ের সামনে অবস্তান করেন কৃষকেরা ।পরে বর্তমান ( কৃষি অফসিার ) সাভার উপজেলা কৃষি কর্মকর্তার কৃষি কৃষকদের কে আশ্বাস দিলে কৃষকেরা শান্ত হয় ।