প্রচ্ছদ অর্থনীতি সাভারে ময়লা-আর্বজনা মুক্ত রাখতে বিডি ক্লিন এর আলোচনাসভা।

সাভারে ময়লা-আর্বজনা মুক্ত রাখতে বিডি ক্লিন এর আলোচনাসভা।

Loading

জিয়া উদ্দিন,সাভার: সাভারে ময়লা-আর্বজনা মুক্ত রাখতে আলোচনাসভা আনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে সাভারের তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান আতিথী হিসেবে উপস্থিত ছিলেন তেতুলঝোড়া ইউপি চেয়ারমম্যান ফখরুল আলম সমর।পরে তেঁতুলঝোড়া ইউনিয়নকে কিভাবে ময়লা-আবর্জনা মুক্ত রাখা যায় সেই ব্যাপারে টিম “বিডি ক্লিন” সাভার শাখার প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।বিডি ক্লিন সাভার শাখার উদ্যেগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তেতুলঝোড়া ইউপি সচিব মীর আব্দুল বারেক, তেতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন,সাভার উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম,তেতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন ইমতিয়াজসহ বিডি ক্লিন এর সাভার শাখার নেতৃবৃন্দরা।