প্রচ্ছদ অন্যান্য সাভারে রেলিক সিটিতে চাঁদা চাওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাভারে রেলিক সিটিতে চাঁদা চাওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Loading

সকালে  উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় এ মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। এতে হাতে হাত ধরে রেলিক সিটির কর্মকর্তা কর্মচারী ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন। মানববন্ধন থেকে এসময় জানানো হয়,দীর্ঘদিন ধরে একটি চক্র রেলিক সিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ এর কাছে চাঁদা চেয়ে আসছিলো। পরে তিনি চাঁদা দিতে অস্বীকার করায় চক্রটি তাকে ভয়ভীতি প্রদর্শন করলে সকালে কমলাপুরে মানববন্ধন করেন তারা।
প্রতিবাদকারীরা এসময় আরও বলেন,আমরা শান্তিতে বসবাস করতে চাই। চাঁদাবাজদের হাত থেকে রেলিক সিটিকে মুক্ত রাখার দাবি জানাচ্ছি। মানববন্ধন থেকে দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার আহ্বান জানানো হয়।
এদিকে চাঁদা চাওয়ার প্রতিবাদে মানববন্ধন করায় রেলিক সিটির কর্মচারী রুহুল আমিনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।