প্রচ্ছদ অপরাধ সাভারে সিটিএসবির আবসর প্রাপ্ত এক কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা (ভিডিও)

সাভারে সিটিএসবির আবসর প্রাপ্ত এক কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা (ভিডিও)

Loading

বিপ্লব,সাভার ঃ সাভারে সিটিএসবির আবসর প্রাপ্ত এক কর্মকর্তাকে আহত করেছে সন্ত্রাসীরা।আহত সিটিএসবির আবসর প্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারেক(বারী) দির্ঘদিন যাবত সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বসবাস করে আসছে।

বৃহস্পতিবার সন্ধায় সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ব্যাংকটাউন এলাকায় বসবাসরত রায়হান শরীফ নামক ব্যাক্তি বাল্য বিবাহ করার প্রস্তুতি কালে বিষয়টি প্রশাশনকে খবর জানাবে এমনতাবস্থায় রায়হান শরীফ সহ চার পাচজন তার উপর হামলা করে হত্যা চেষ্ঠা করে। পরে তাকে ধরে এলোপাথারী পিটিয়ে জখম করে।

স্থানীয়রা আহত আবসর প্রাপ্ত কর্মকর্তাকে ব্যাংক টাউন থেকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা সার্স্থ্য কমপ্লেøক্র হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় সিটিএসবির আবসর প্রাপ্ত কর্মকর্তার স্ত্রী বাদি হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছে
সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি এ এফ এম সায়েদ জানিয়েছেদোষীদের বিরুদ্ধে ব্যবস্থাপনা নেওয়া হবে ।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।