সাভারে সেপটি ট্যাংক থেকে ২ নির্মান শ্রমিকের লাশ উদ্ধার।

Loading

ষ্টাফ রিপোর্টার সাভার ঢাকা ঃ সাভারে একটি নির্মাণাধীন ভবনের সেপটি ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল ১৩ই জুন বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের মজিদপুর এলাকার জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন বাড়ির সেপটি ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার ফায়ার সার্ভিস সদস্যরা।।

সাভার ফায়ার সার্ভিস জানায় সকাল থেকে ওই নির্মাণাধীন ভবনে পাঁচ জন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন এসময় একজন নির্মাণ শ্রমিক সেপটি ট্যাংকের ভিতর থেকে একটি বাঁশ উঠাতে গেলে বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হয়। পরে আরেক জন শ্রমিক তাকে উদ্ধারে সেপটি ট্যাংকে নামলে সেও বিষাক্ত গ্যাসে মারা যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস সন্ধ্যায় সেপটি ট্যাংক থেকে দুই জনের লাশ উদ্ধার করে। এঘটনার পর থেকে বাড়ির মালিক পলাতক রয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরির্দশক আবু সাঈদ পিয়াল বলেন নির্মাণাধীন ভবনের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।