সাভারে হতদরিদ্র ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

Loading

জাহিন সিংহ, সাভার : সাভারে দুস্থদের জন্য সপ্তাহব্যাপী বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার তেঁঁতুলঝোড়া ইউনিয়নের নাজিম নগর এলাকায় সাত দিন ব্যাপী এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম নগরের পরিচালক ও মেসার্স এনএসবি প্যাকেজিং এর মালিক হাজী মো. নাজিম উদ্দিন।

এব্যাপারে হাজী মো. নাজিম উদ্দিন বলেন, করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়াতোই এমন উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিদিনই নাজিম নগরসহ তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে হাজী শাহামত ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী ৭দিনব্যাপী দুস্থ মানুষের হাতে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

অন্যান্যের মধ্যে এসময় বসুন্দরা গার্মেন্টসের ব্যবস্থাপক জমির উদ্দিন, এজেআই গ্রæপের বস্থাপক মীর হোসেনসহ তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণ কার্যক্রমের প্রথম দিনে প্রায় তিন শতাধিক দুস্থ, অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।