সাভারে হাঁস, মুরগি ও গবাদি পশু পালন প্রশিক্ষণ কর্মশালা শুরু

Loading

সাভার প্রতিনিধি ঃ : সাভারে যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে শুরু হয়েছে ৪দিন ব্যাপী হাঁস, মুরগি ও গবাদি পশু পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।আজ সোমবার বিকেলে সাভার পৌর এলাকার বাটপাড়া মহল্লায় সিটি পাবলিক স্কুলে উদ্বোধনী কর্মশালায় অংশ নেন স্থানীয় শতাধিক নারী ও পুরুষ।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয় উপস্থাপন করেন বেকারত্ব দূরীকরণ ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মো. মাহাবুবুল আলম, সাভার যুব উন্নয়নের সিএস মো. মুসাদ্দিক সরকার।এলাকার নারী, পুরুষ ও খামারীদের স্বল্পসময়ে দক্ষ হিসেবে গড়ে তুলে আত্মকর্মসংস্থানে উৎসাহ সৃষ্টি করতেই আয়োজন কার হয়েছে এই কর্মশালার। বেকারত্ব দূরীকরণ ও সমাজ উন্নয়ন সংস্থা এবং সাভার যুব উন্নয়ন কেন্দ্র যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।