সাভারে ১৫ই আগষ্ট উপলক্ষ্যে আলোচনা সভা দোয়া ও বৃক্ষ রোপন কর্মসুচি অনুষ্ঠিত ।ভিডিও সহ ।

মহিবুল আলম রানা সাভার ঃ সাভারে ১৫ই আগষ্ট শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বৃক্ষ রোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাভার পৌ কৃষক লীগের উদ্দোগে ৯সং ওয়ার্প কাউন্সিলরের কার্য্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ওয়ার্ড কাউন্সিলর মোঃ আয়নাণ হক গেদুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র হাজী আব্দুল গনি, ৭ সং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাস উদ্দি ও এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে এলাকার সাধারন মানুষদের মাঝে গাছের চারা বিতরন করেন।

এর আগে সাভার পৌর সভার পক্ষ থেকে হতদরিদ্র গর্ভবতী মহিলাদের মাঝে ভাউচার কার্ড বিতরন করা হয়। ফলে বিতরন কৃত ভাউচার টাপর্ডটি হতদরিদ্র গর্ভবতি মহিলা সাভারের যে কোনো হাসপাতালে গিয়ে দেখালে ফ্রি চিকিৎসা সেবা নিতে পারবেন। এবং সেই চিকিৎসা সেবা খরচ বাবদ টাকা পৌর সভা থেকে পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে।