সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা ।

Loading

মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদ মাঠে , অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

বাজেট অনুষ্ঠানে অর্থবছরের সম্ভব আয় ধরা হয়েছে ৮ কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার ৭৬০ টাকা। সম্ভাব্য ব্যয় ৮ কোটি ৩২ লক্ষ ৬৬ হাজার ৩৬০ টাকা। এতে সম্ভাব্য উদ্বৃত্ত ১ লক্ষ ৮৮ হাজার ৪০০ টাকা।

উক্ত বাজেটে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা , ড্রেন, যোগাযোগ, রাস্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে বিশেষ গুরুত্ব দেয়া হয়।
বাজেট ঘোষণায় এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সদস্য ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাধারন জনগন উপস্থিতিতে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।