সাভার উপজেলার শিক্ষার মান উন্নয়নে কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা শীর্ষক আলোচনা সভা-২০১৯ ভিডিও সহ

মহিবুল আলম রানা সাভার ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশকে নেতৃত্বশুণ্য করতে চেয়েছিলো খুনিরা বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে সাভার উপজেলার শিক্ষার মান উন্নয়নে কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষক ভুমিকা আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিএনপি জামায়াতকে এদেশের মানুষ আর কোনদিন ক্ষমতায় আনবেনা জানিয়ে তিনি আরও বলেন সারা দেশে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে বন্যার্ত এলাকায় সকলের মাঝে ত্রাণ পৌছে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলাসহ আরো অনেকেই ।