সিংগাইরের বাস্তা বাস স্ট্যান্ডে চাঞ্চল্যকর নাসির উদ্দিন হত্যা মামলার আসামি হাবু গ্রেফতার

Loading

নিজস্ব প্রতিবেদকঃ মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের বাস্তা বাস স্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির উদ্দিন হত্যা মামলার দ্বিতীয় আসামি হাবিব ওরফে (হাবু) কে , প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিংগাইর থানা পুলিশ ।

পুলিশের এএসপি (সিংগাইর সার্কেল) রেজাউল হক, এক ব্রিফিংয়ে বলেন, স্থানীয় সূত্র এবং তদন্ত করে জানা যায়, হাবু এই কিলিং মিশনে সরাসরি জড়িত ছিল । তাই তাকে আমাদের সিংগাইর থানা পুলিশের চৌকোস স্টিম উন্নত প্রযুক্তির সহায়তা নিয়ে, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন ।

গেল ( ৯জুন) আনুমানিক দিবাগত রাত সোয়া ৮টার দিকে নাসির উদ্দিনকে নামের এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা দুর্বৃত্তরা ।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে (৯ জুন) রাতেই সিংগাইর থানার পুলিশ ২জনকে আটক করতে সক্ষম হন ।

এরপর (১০ই জুন) ভুক্তভোগী পরিবার ১৬ জনকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।

হত্যাকাণ্ডের মামলায় এ যাবত পর্যন্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ বলছে খুব দ্রুতই বাকি আসামিদের গ্রেফতার করা হবে ।

ব্রিফিংকালে আরো উপস্থিত ছিলেন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম পিপিএম সহ স্থানীয় সকল সাংবাদিক বৃন্দ।