সিংগাইরে তিন শিক্ষকের কারাদণ্ড দুই অভিভাবক কে অর্থদণ্ড ভ্রাম্যমান আদালতের

Loading

সানোয়ার হোসেন, সিংগাইর প্রতিনিধি : সিংগাইরে কোচিং সেন্টার খুলে প্রাইভেট পড়ানোর দায়ে , এক শিক্ষক ও মাদ্রাসা মক্তবে পোড়ানোর দায়ে এক ইমাম ও মুয়াজ্জিনকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা এ অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্র জানা গেছে সরকারী নিয়ম ভঙ্গ করে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল । উপজেলার জামির্তা ইউনিয়নের জামির্তা সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন এক ই একই ইউনিয়নের মক্তবে পোড়ানোর দায়ে ও মধুরচর জামে মসজিদের ইমাম আশেক এলাহী এবং মোয়াজ্জেন আব্দুল লতিফ কে সাত দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত ।

অন্যদিকে কোচিং সেন্টারে শিক্ষার্থীদের কোচিং করতে পাঠানোর দায়ে দুই অভিভাবক কে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।

জরিমানা কৃত্য অভিভাবক হলেন রামচন্দ্রপুর গ্রামের নান্নু মিয়া এবং তোতা মিয়া।