সিংগাইরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অম্বেসণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ অনুষ্ঠিত

Loading

স্টাফ রিপোর্টার:মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অম্বেসণ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এর আয়োজনে উপজেলা সভাকক্ষে এই বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অম্বেসণ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা তালিকা উত্তীর্ণদের ও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকদের হাতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

এ সময় সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার , দীপন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন, সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনা পারভীন ।

এছাড়াও সিংগাইর উপজেলার বিভিন্ন দপ্তরের অসংখ্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।