প্রচ্ছদঅন্যান্যসিংগাইর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়
সিংগাইর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়
স্টাফ রিপোর্টার : :মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সিংগাইর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিংগাইর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ওসি মাজহারুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ দমন, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব। তিনি সিংগাইর উপজেলায় মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং পুলিশ–সাংবাদিক সমন্বয়ের মাধ্যমে জনবান্ধব পুলিশিং জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক কালের কণ্ঠ আঞ্চলিক প্রতিনিধি মোবারক হোসেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনকে সঠিক তথ্য জানানো ও জনস্বার্থ রক্ষা করা সাংবাদিকদের দায়িত্ব। তিনি নবাগত ওসিকে স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য সচিব ও গ্লোবাল টেলিভিশন জেলা প্রতিনিধি সুজন মোল্লা। তিনি বলেন, সিংগাইরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক বোঝাপড়া বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।
এছাড়া বক্তব্য রাখেন মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আসলাম হোসেন, বাংলা টিভি প্রতিনিধি রিয়াজুল ইসলাম, ইনকিলাবের মাল্টিমিডিয়া রিপোর্টার ও রাজধানী টিভির স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, শীর্ষ নিউজের জসিম উদ্দিন সরকার, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি হাবিবুর রহমান রাজিব, আনন্দ টিভি প্রতিনিধি মোশারব মোল্লা, ভোরের বাণী প্রতিনিধি মোহাম্মদ মামুন হোসাইন ও মুভি বাংলা প্রতিনিধি সানোয়ার হোসেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেটিভির আব্দুল গফুর, সংবাদ সারাবেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, এশিয়ান টিভি প্রতিনিধি ইরান হোসেন, রূপালী বাংলা প্রতিনিধি মিজানুর রহমান, মানিকগঞ্জের দর্পণের সম্পাদক মিলন মাহমুদ, ইনফো বাংলার প্রতিনিধি মো. রুহুল আমিন এবং প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আতিকুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।